Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীরে সংঘর্ষে স্থানীয়দের ঢাল হিসেবে ব্যবহার করছে ভারতীয় বাহিনী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০৯:২২ এএম

কাশ্মীরে সংঘর্ষে স্থানীয়দের ঢাল হিসেবে ব্যবহার করছে ভারতীয় বাহিনী

ছবি: এএফপি

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের তল্লাশি করতে স্থানীয় বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার এমন এক ঘটনায় রঈস আহমেদ ধর নামের এক কাশ্মীরি যুবক নিহত হন।-খবর রয়টার্সের

এদিন বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সেনাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সকালে পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটেছে।

গ্রামবাসীরা বলেন, একটি বাড়িতে বিদ্রোহীরা লুকিয়ে আছেন সন্দেহে ৩২ বছর বয়সী রঈস আহমেদ ধর নামের এক বেসামরিক লোককে খোঁজ নিতে পাঠানো হলে তিনি নিহত হন। 

স্থানীয়দের অভিযোগ, বিদ্রোহীদের তল্লাশি করতে বেসামরিক লোকজনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ভারতীয় সেনাবাহিনী।

তবে এক পুলিশ মুখপাত্র বলেন, বিদ্রোহীদের এলোপাতাড়ি গুলিতে ধর নিহত হয়েছেন। তাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়নি।

এ ঘটনায় আরও দুই সেনা ও এক বেসামরিক লোক আহত হয়েছেন।

সাম্প্রতিক হতাহতের ঘটনায় দেশটির একমাত্র মুসলমান অধ্যুষিত রাজ্যটিতে গত তিন দশকের বিদ্রোহ নতুন রূপ পেয়েছে। ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর থেকে কাশ্মীরে উত্তেজনা দিনে দিনে বাড়ছে।

ঘটনাস্থলে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ। 

দালিপোড়া এলাকায় এই বন্দুকযুদ্ধে এক পাকিস্তানি কমান্ডারসহ জইশ-ই-মোহাম্মদের তিন বিদ্রোহী ও এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করেন গ্রামবাসী। জবাব পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম