পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের বড় ছেলে তাইমুর গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন। এ নিয়ে উচ্ছ্বসিত ওয়াসিম আকরাম মঙ্গলবার বিশেষ টুইট করেছেন।
টুইটবার্তায় ৫২ বছর বয়সী ওয়াসিম আকরাম লেখেন, আজ আমার ছেলে গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করেছে। এটা বাবা-মায়ের জন্য পরম উপহার। আমি আশা করি, সুন্দর ও সুখী ভবিষ্যত বিনির্মাণে তুমি তোমার স্বপ্নকে পূরণ করবে।
এদিকে তার সৎ মা শেনিয়েরা আকরামও সন্তানের জন্য বিশেষ শুভ কামনা করে টুইট করেছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, তোমার মতো অমায়িক ছেলেকে নিয়ে আমরা গর্বিত। অভিনন্দন তাইমুর তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার জন্য। তুমি তোমার পরবর্তী জীবন সুন্দরভাবে সাজাবে। জীবনকে সুন্দর করে তুলতে তুমি পেছনে তাকাবে না। তোমার জন্য যা ভালো তাই করবে। তোমার জন্য আমাদের সবার দোয়া ও সমর্থন সবসময়ই থাকবে।
এদিকে পাকিস্তানের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ওয়াসিম আকরামের ছেলের গ্রাজুয়েট ডিগ্রি অর্জনে অভিনন্দন জানিয়েছেন শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজসহ পাকিস্তানের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটাররা।
প্রসঙ্গত, শেহরিনা ও ওয়াসিমের সংসারে একমাত্র কন্যা ২০১৪ সালে জন্ম নেয়। এর আগে ওয়াসিম আকরামের প্রথম স্ত্রী হোমা তাইমুর ও আকবর নামের দুই পুত্র সন্তান রেখে ২০০৯ সালের অক্টোবরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সূত্র: জিও টিভি, এক্সপ্রেস ট্রিবিউন