Logo
Logo
×

আন্তর্জাতিক

যুবকের পেট থেকে বের হলো ১১৬ পেরেক ও লোহার তার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০১৯, ১২:১৩ পিএম

যুবকের পেট থেকে বের হলো ১১৬ পেরেক ও লোহার তার

পেটের ভেতর থাকা পেরেক। ছবি: সংগৃহীত

রাজস্থানের কোটার বুন্দি সরকারি হাসপাতালে ভোলা শঙ্কর (৪২) নামে এক যুবকের পেটে অস্ত্রোপচারের পর ১১৬টি পেরেক বের করেছেন চিকিৎসকরা। 

এ ছাড়া তার পেট থেকে বের করা হয়েছে লোহার তার ও পাত। দেড় ঘণ্টার অপারেশন শেষে এসব ধাতব বস্তু বের করা হয়।

এ বিষয়ে চিকিৎসক ড. অনিল সাইনি জানান, গত রোববার পেটের ব্যথা নিয়ে ভোলা শঙ্কর আমাদের কাছে আসেন। প্রথমে এক্সরে করে ওই রোগীর পেটে পেরেকজাতীয় বস্তুর উপস্থিতি টের পাওয়া যায়। 

বিষয়টি নিশ্চিত হতে তাকে সিটিস্ক্যান করতে বলা হয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই তার অস্ত্রোপচারের মাধ্যমে এসব ধাতব বস্তু বের করা হয়। 

তিনি জানান, পেরেকের বেশিরভাগের দৈর্ঘ্য সাড়ে ছয় সেন্টিমিটার। অপারেশনের পর ভোলা শঙ্কর সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবেই কথাবার্তা বলতে পারছেন। 

ভোলা শঙ্কর পেশায় একজন মালি। তবে এসব পেরেক কিভাবে তার পেটে গেল সে বিষয়ে কিছুই বলতে পারছেন না তিনি। এমনকি তার পরিবারের লোকজনও বিষয়টি সম্বন্ধে কিছুই জানে না। 

এর আগে কলকাতাতেও এমন এক ঘটনা ঘটেছিল। সেখানে এক ব্যক্তির পেট থেকে আড়াই সেন্টিমিটার লম্বা বেশ কয়েকটি পেরেক উদ্ধার করা হয়। 

এ ছাড়া ২০১৭-র জুলাইতে সেখানকারই বদ্রীলাল নামে এক ব্যক্তির পেট থেকে অন্তত ১৫০টি সুচ ও পেরেক বের করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম