ভোট দিয়ে টুইট করে বিপাকে প্রিয়াংকা গান্ধীর স্বামী!
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০১৯, ০১:১৯ পিএম
![ভোট দিয়ে টুইট করে বিপাকে প্রিয়াংকা গান্ধীর স্বামী!](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/05/13/image-177014-1557732228.jpg)
রোববার ভারতে হয়ে গেল লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। এদিন দিল্লিতে ভোট দেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র।
ভোট দিয়ে আঙুলের অমোছনীয় কালির দাগ দেখিয়ে টুইটারে টুইট করে সমালোচনায় পড়েন তিনি। খবর এনডিটিভির।
কারণ ভারতের পরিবর্তে রবার্টের টুইটে প্যারাগুয়ের পতাকা! পরে অবশ্য তিনি জানান, ভুল করেই প্যারাগুয়ের পতাকার ছবি পোস্ট হয়ে গেছে।
পরে অবশ্য টুইটটি মুছে প্যারাগুয়ের পতাকার জায়গায় ভারতের পতাকার ছবি পোস্ট করেন তিনি।
টুইটারে রবার্ট জানান, ভুল করেই প্যারাগুয়ের পতাকার ছবি পোস্ট করে ফেলেছেন তিনি। তার পরও অবশ্য নেটিজেনদের সমালোচনার হাত থেকে বাঁচতে পারেননি রবার্ট।
তাদের প্রশ্ন- ভারতের পতাকা কেমন দেখতে, রবার্ট কি সেটিও জানেন না!