রাশিয়ার সবচেয়ে বয়স্ক লোক আপ্পাজ ইলিয়েভ গত শুক্রবার ১২৩ বছর বয়সে মারা গেছেন।
তিনি তার ছেলেমেয়েদের নাতিও দেখে গেছেন। বার্ধক্যজনিত রোগে রাশিয়ার উত্তরাঞ্চলে ইংগুশেটিয়া প্রজাতন্ত্রের একটি হাসপাতলে চিকিৎসাধীন তিনি মারা যান। খবর রুশ বার্তা সংস্থা তাশের।
১৮৯৬ সালে তৎকালীন রাশিয়ায় জন্মগ্রহণ করেন আপ্পাজ। আগে ইংগুশেটিয়া রুশ ফেডারেশনের অন্তর্গত ছিল। প্রজাতন্ত্রটির প্রেসিডেন্ট ইউনুস বেক ইয়েভকুরভ জানান, তার সরকার অনেক আগেই আপ্পাজকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতির জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল।
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন।