যুদ্ধজাহাজে প্রমোদ ভ্রমণ করেছে গান্ধী পরিবার: মোদি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০১৯, ০১:৪৯ এএম
ছবি: সংগৃহীত
ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীকে নিয়ে আবারও সমালোচনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার দিল্লিতে এক নির্বাচনী জনসভায় মোদি বলেন, জাতীয় নিরাপত্তার বিষয়টিকে রাজীব গান্ধী কখনই গুরুত্ব দিতেন না। ১৯৮৮ সালে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ব্যবহার করে রাজীব ও তার পরিবার আনন্দ ভ্রমণের জন্য গিয়েছিল।
জাতীয় নিরাপত্তার বিষয়টি লক্ষ্য না করে সেখানে রাজীবের পরিবার আনন্দ-ফুর্তি করে কয়েক দিন সময় কাটিয়েছে। খবর এনডিটিভির।
নৌবাহিনী কর্মকর্তাদের রাজীব গান্ধী ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন অভিযোগ করে মোদি বলেন, ওই সময় নৌবাহিনীর অফিসারদের রাজীব গান্ধীর ব্যক্তিগত কাজ করতে হয়েছিল। যুদ্ধজাহাজটি টানা ১০ দিন ওই দ্বীপেই দাঁড়িয়েছিল।
জাতীয় নিরাপত্তা ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে মোদির অভিযোগ এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন অভিযোগ তুলেছেন মোদি।
বিশেষত নির্বাচনী প্রচার শুরুর কয়েক দিন আগে পুলওয়ামা হামলার পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তার ইস্যুটিকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করে আসছেন নরেন্দ্র মোদি। বুধবার আবারও বিষয়টি নিয়েই সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন মোদি।
এর আগে গত শনিবার উত্তরপ্রদেশের জনসভা থেকে দুর্নীতি নিয়ে রাহুল গান্ধীর সমালোচনা করতে গিয়ে রাজীব গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন মোদি। রাহুলকে উদ্দেশ করে বলেন, আপনার বাবাকে তার লোকেরা 'মি. ক্লিন' বলে অভিহিত করলেও 'এক নম্বর দুর্নীতিবাজ' হিসেবে তার জীবন শেষ হয়।’