Logo
Logo
×

আন্তর্জাতিক

শ্রীলংকায় তলোয়ার, ছুরি জমা দেয়ার নির্দেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ০৩:০৭ পিএম

শ্রীলংকায় তলোয়ার, ছুরি জমা দেয়ার নির্দেশ

শ্রীলংকায় নতুন করে সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যে নাগরিকদের হাতে থাকা সব তলোয়ার এবং বড় আকারের ছুরি জমা দিতে বলেছে দেশটির সরকার।

পুলিশের মুখপাত্র রাবন গুনাসেকারা জানিয়েছেন, রোববারের মধ্যে এসব ধারালো অস্ত্র কাছের থানায় জমা দিতে বলা হয়েছে নাগরিকদের। খবর বিবিসির।

তবে দৈনন্দিন গৃহস্থালির কাছে ব্যবহৃত ছুরি বা যেসব ধারালো অস্ত্র রাখতে লাইসেন্স প্রয়োজন হয় না, সেগুলো জমা দেয়ার প্রয়োজন হবে না বলে জানিয়েছে সরকার।

ইস্টার সানডের ভয়াবহ হামলার পর শ্রীলংকাজুড়ে জারি করা জরুরি অবস্থার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে নাগরিকদের কাছ থেকে।

গত ২১ এপ্রিল কলম্বোসহ তিন শহরের তিনটি গির্জা ও চারটি পাঁচতারা হোটেলে আত্মঘাতী বোমা হামলায় আড়াইশর বেশি মানুষের মৃত্যু হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। আর শ্রীলংকা সরকারের ধারণা, স্থানীয় দুটি জঙ্গি দল কোনো বিদেশি সন্ত্রাসী সংগঠনের সহযোগিতায় ওই হামলা চালিয়েছে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম