Logo
Logo
×

আন্তর্জাতিক

ইতিহাসের ধ্বংসস্তূপে ফের মাথা উঁচু করে দাঁড়াল আলাসা মসজিদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ০২:৫৭ পিএম

ইতিহাসের ধ্বংসস্তূপে ফের মাথা উঁচু করে দাঁড়াল আলাসা মসজিদ

ছবি: ডেইলি সাবাহ

আলাসা মসজিদটি বসনিয়ার মুক্তা নামেই বেশি পরিচিত। ভস্মের ভেতর থেকে সেটি আবার জেগে উঠেছে। শনিবার ফের সেখানে কাতারবন্দি হয়ে নামাজে দাঁড়িয়েছেন মুসল্লিরা।

বসনিয়া হার্জেগভিনার ফোকায় মসজিদটির অবস্থান। ১৯৯২-১৯৯৫ সালের বসনীয় যুদ্ধের সময় সার্বরা মসজিদটি ধ্বংস করে দিয়েছিল। কিন্তু তুরস্কের সহায়তায় গত পাঁচ বছরে মসজিদটি সংস্কার করা হয়েছে।-খবর আনাদোলুর

রাজধানী সারাজেভো থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মসজিদটি ২০১৪ সালে পুনর্নির্মাণ শুরু হয়। ১৫৪৯ সালে হাসান নাজির প্রথম মসজিদটি নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন প্রখ্যাত ওসমানীয় স্থপতি মিমার সিনানের ঘনিষ্ঠ সহকর্মী।

বসনিয়া হার্জেগভিনায় কালজয়ী ওসমানীয় স্থাপত্যের প্রথম নিদর্শন হচ্ছে এই আলাসা মসজিদটি। তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসোয়ের উপস্থিতিতে মসজিদটি নতুন করে উদ্বোধন করা হয়।

এ সময় তিনি বলেন, আলাসা মসজিদ নতুন করে জন্ম নিয়েছে। ঐতিহাসিক সম্পদের এই গর্ব তার হারানো গৌরব ফিরে পাবে।

তিনি বলেন, পুরনো মহিমা ও যশ নিয়েই আলাসা মসজিদ ফের দাঁড়িয়েছে। এতে এটিই প্রমাণিত হয়- বর্ণবাদ ও ঘৃণা একটি বস্তুকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু বলকানদের কয়েক শতকের ঐতিহ্যকে স্পর্শ করতে পারে না।

ফোকায় ১২টি মসজিদ ছিল। কিন্তু বসনীয় যুদ্ধ শুরু হওয়ার পর সব ধ্বংস করে দিয়েছে সার্বরা। এ ছাড়া মুসলমানদের বিভিন্ন ঐতিহ্য মাটিতে মিশিয়ে দেয়া হয়েছিল।

এসবের মধ্যে ৬১৪টি মসজিদ, ২১৮টি নামাজের কক্ষ, ৬৯টি কোরআন শিক্ষাকেন্দ্র, দরবেশদের চারটি বসতবাড়ি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম