Logo
Logo
×

আন্তর্জাতিক

পুরনো সহকর্মীদের সঙ্গে সেলফিতে মেতে উঠলেন সেই অভিনন্দন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ১২:৪০ পিএম

পুরনো সহকর্মীদের সঙ্গে সেলফিতে মেতে উঠলেন সেই অভিনন্দন

ছবি: এনডিটিভি

আকাশযুদ্ধে পাকিস্তানে আটক হওয়ার পর ইমরান খানের বদান্যতায় ছাড়া পাওয়া ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান তার পুরনো কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছেন। এবার তিনি নিজের সহকর্মীদের সঙ্গে সেলফি তুললে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।-খবর এনডিটিভি অনলাইনের

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট শহরের বাইরে বিমান হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। জবাবে পাকিস্তানও জম্মু-কাশ্মীরের সীমান্তে বিমান হামলা চালালে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে একপশলা আকাশযুদ্ধ হয়।

পাকিস্তানি বিমানবাহিনী ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করলে সেটির পাইলট অভিনন্দন পাকিস্তানে আটক হন। পরে শান্তির নিদর্শন হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে দেশে ফেরার সুযোগ দেন।

এক ভিডিওতে দেখা হচ্ছে, জম্মু ও কাশ্মীরে অভিনন্দন তার পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা করেছেন। নিজের ওপর দিয়ে অগ্নিপরীক্ষা যাওয়ার পর এই প্রথম তার সঙ্গে সহকর্মীদের দেখা হলো। এর পর প্রত্যেকের সঙ্গে সেলফি তোলেন।

সেলফি তোলা শেষ হলে ‘ভারত মাতা কি জয়’ -এ স্লোগানে মেতে ওঠেন। পরে তিনি বলেন, তাদের সঙ্গে অনেক দিন পর দেখা হওয়ায় আনন্দের সঙ্গে সেলফি তুললাম। এই ছবি কেবল আপনাদের জন্যই নয়, আপনাদের পরিবারের জন্যও। যাদের সঙ্গে আমি দেখা করতে পারিনি।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম