Logo
Logo
×

আন্তর্জাতিক

উদারতায় সুইডিশদের নায়ক হলেন তুরস্কের ট্যাক্সিচালক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ০২:১২ পিএম

উদারতায় সুইডিশদের নায়ক হলেন তুরস্কের ট্যাক্সিচালক

ছবি: আনাদোলু

জার্মানিতে ব্যবসায়িক সফরে যাওয়ার জন্য ঘরে থেকে বের হয়েছেন। ট্যাক্সিতে চড়ে বিমানবন্দরে গিয়ে দেখেন পকেটে মানিব্যাগ নেই। বাড়িতে নিজের মানিব্যাগটি ভুলে রেখে এসেছেন।

এমন বুলে সুইডিশ ব্যবসায়ী ক্রিস্টার ওসটলুন্ড যখন কিংকর্তব্যবিমূঢ়, তখন তার দিকে অপ্রত্যাশিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি যে ট্যাক্সিটিতে করে এসেছেন, সেটির চালক।-খবর বিবিসি অনলাইনের

তিনি নিজের ক্রেডিট কার্ডটি তিন দিনের জন্য ধার দিলেন তাকে। আশ্বাস দিলেন, এতে প্রয়োজনীয় অর্থ আছে, যা তিনি নিজের ইচ্ছামতো খরচ করতে পারবেন। 

পরবর্তীতে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুইডেনজুড়ে নায়ক বনে গেলেন তুরস্কে জন্ম নেয়া ট্যাক্সি চালক ওমর টেমাল।

ব্যবসায়ী ক্রিস্টার ওসটলুন্ড স্থানীয় পত্রিকাকে বলেন, বাসায় ফিরতে পারব না ভেবে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। তখন ট্যাক্সিচালক ওমর টেমাল নিজের ক্রিডিট কার্ডটি আমাকে দিয়ে বললেন, এটায় যথেষ্ট টাকা আছে।

পরে ওসটলুন্ড সুইডেনের একটি ফোন অ্যাপ থেকে তার কাছে টাকা স্থানান্তর করতে চাইলে টেমার সে প্রস্তাব ফিরিয়ে দেন। কাজেই চালকের অপ্রত্যাশিত প্রস্তাব গ্রহণ করলেন তিনি। এরপর ক্রেডিট কার্ড, পিন নম্বর ও যোগাযোগের পুরো ঠিকানা ওসটলুন্ডকে দিয়ে দেন টেমাল।

একজন ট্যাক্সিচালকের এমন উদারতায় অবাক হয়ে যান ওসটলুন্ড। তিনি বলেন, এমন লোকের সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি। আমি কে, কোথায় আমি যাচ্ছি, কিছুই জানতেন না তিনি। অথচ নিজের ক্রেডিট কার্ডটি আমাকে দিয়ে দিলেন।

পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় এ খবর ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে তাকে নায়ক হিসেবে সম্বোধন করা হয়। ওই সুইডিশ ব্যবসায়ী বলেন, টেমালের মতো মানুষ পৃথিবীকে রক্ষা করতে পারে।

জবাবে টেমাল বলেন, আমার পৃথিবীতে মানুষের ওপর আস্থা রাখতে হবে। এভাবে যদি আপনিও বাঁচতে পারেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে।

তার এ ঘটনায় এক ফেসবুক ব্যবহারকারী বলেন, কখনো কখনো মানবতা জেগে ওঠে। তবে তা সবসময় না, মাঝেমাঝে।

কিন্তু এমন এক সময় দেশটিতে এই ঘটনা ঘটল, যখন সেখানে অভিবাসনবিরোধী মনোভাব জনপ্রিয় হয়ে উঠছে। ২০১৮ সালের নির্বাচনে এমনটি একটি রাজনৈতিক দল ভাল ফল করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম