Logo
Logo
×

আন্তর্জাতিক

রুশ মধ্যস্থতায় সিরিয়ার ২ বন্দিকে মুক্তি দিল ইসরাইল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ১১:৩২ পিএম

রুশ মধ্যস্থতায় সিরিয়ার ২ বন্দিকে মুক্তি দিল ইসরাইল

ছবি: সংগৃহীত

রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার দুই বন্দিকে ছেড়ে দিয়েছে ইসরাইল। এর বদলে বহুদিন আগে নিখোঁজ এক ইসরাইলি নাগরিকের মরদেহ ফেরত দিয়েছে সিরিয়া।-খবর রয়টার্স

মস্কোর ঘনিষ্ঠ মিত্র রাশিয়া চলতি মাসে নিখোঁজ থাকা জাচারে বৌমেলের দেহাবশেষ ও অন্যান বক্তিগত জিনিসপত্র ইসরাইলে কাছে হস্তান্তর করে। ১৯৮২ সালে লেবাননে সিরীয় বাহিনীর সঙ্গে ট্যাংক লড়াইয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।

সিরীয় সরকারের একটি সূত্র জানায়, এর বদলে সিরীয় বন্দিকে মুক্তি দিতে মস্কোর ওপর চাপ দেয় দামেস্কো। তবে এ বিষয়ে জানতে চাইলে রাশিয়ার কাছ থেকে কোনো সাড়া মেলেনি।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সিরীয় গোলান মালভূমিতে যুদ্ধবিরতি রেখায় কুইনেটরা ক্রোসিংয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটির হাতে দুই সিরীয় বন্দিকে হস্তান্তর করা হয়েছে।

ইসরাইলি প্রিজনস সার্ভিস তাদেরকে আহমেদ খামিস ও জিদান তাওয়েল নামে শনাক্ত করেছে।

এর মধ্যে ইসরাইলি সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করা হলে ২০০৫ সালে খামিসকে আটক করা হয়েছিল। আর মাদক পাচারের অভিযোগে ২০০৮ সালে তাওয়েলকে কারাদণ্ড দেয় ইসরাইল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম