Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌজন্যতা ও রাজনীতির মধ্যে ফারাক বোঝেন না মোদি: মমতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ১০:৪২ পিএম

সৌজন্যতা ও রাজনীতির মধ্যে ফারাক বোঝেন না মোদি: মমতা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকারের কড়া জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

‘মমতা দিদি আমাকে উপহার পাঠান’ মোদির এ মন্তব্যের জবাবে মমতা বলেন, সৌজন্যতা ও রাজনীতির মধ্যে ফারাক বোঝেন না মোদি।

অক্ষয়কে দেয়া মোদির সাক্ষাৎকারের পরদিনই বৃহস্পতিবার বীরভূমের সিউড়ির জনসভা থেকে এ মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক সৌজন্যতা নিয়েও মোদি রাজনীতি করেন অভিযোগ করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নরেন্দ্র মোদি এখন উপহার নিয়েও লোকসভা নির্বাচনের মাঝে রাজনীতি করছেন। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের উপহারে কুর্তা-মিষ্টি পাঠানো রাজনৈতিক সৌজন্যতা। নরেন্দ্র মোদি তা বুঝেন না। 

সিউড়ির জনসভায় মমতা বলেন, কুর্তা, মিষ্টি পাঠালে দোষ কোথায়? মোদিকে কুর্তা পাঠালে দোষ কোথায়? মিষ্টি তো সবাইকে পাঠাই৷ শুধু মোদিই নন, অনেককেই উপহার দিই৷ এটা নিয়ে রাজনীতি করার কী আছে?

প্রসঙ্গত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বুধবার এক অরাজনৈতিক আলাপে বসেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

এতে মোদি বলেন, বিরোধী দলেও আমার বন্ধু আছে। গোলাম নবী আজাদ খুবই বন্ধুসুলভ। এ নির্বাচনী মৌসুমে এমনটি বলা উচিত নয়। এতে আমার ক্ষতি হতে পারে, তবু বলি মমতা দিদি আমাকে উপহার পাঠান। তিনি আমাকে কুর্তা পছন্দ করে দেন।

‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে বাঙালি মিষ্টি পাঠান। এখন এমনকি মমতা দিদিও আমাকে মিষ্টি পাঠান।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম