Logo
Logo
×

আন্তর্জাতিক

হত্যার দায়ে সৌদি আরবে দুই ভারতীয়র শিরশ্ছেদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ০৯:৫৫ এএম

হত্যার দায়ে সৌদি আরবে দুই ভারতীয়র শিরশ্ছেদ

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের পাঞ্জাবের দুই ব্যক্তিকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে সৌদি আরবে। দেশটির পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি পাঞ্জাবের লুথিয়ানার হারজিত সিং ও হোশিয়াপুরের সতীন্দ্র কুমারের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সৌদি আরবে ভারতের দূতাবাসকে এ বিষয়ে জানানো হয়নি।

দুই নাগরিককে রক্ষায় ব্যর্থতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে পাঞ্জাবের মুখমন্ত্রী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

সতীন্দ্রের স্ত্রী সীমা রানীকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রীতি অনুসারে মৃত্যু সনদ দেয়া হবে। তবে পরিবারের কাছে মরদেহ ফেরত দেয়া হবে না।

সীমা রানী বলেন, গত ২ মার্চ সৌদি আরব থেকে কেউ তাকে ফোন করে জানায় তার স্বামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাকে নিশ্চিত করা হয়নি এ তথ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেও এ নিয়ে কোনো তথ্য পাননি বলে তিনি জানিয়েছেন।

আরিফ ইমামুদ্দিন নামের আরেক ভারতীয়কে হত্যার দায়ে ২০১৫ সালের ৯ ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম