কাশ্মীরে ম্যাজিস্ট্রেটকে মারধর, সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ১১:৫৪ এএম
কাশ্মীরে ম্যাজিস্ট্রেটকে মারধর, সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা। ছবি: সংগৃহীত
ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ম্যাজিস্ট্রেটসহ কয়েকজন সরকারি কর্মকর্তাকে পেটানোর ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার কাশ্মীরে অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটে। দুরুর উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট গোলাম রসুল তার বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি জানান, সরকারি দায়িত্বপালনকালে তিনি এবং তার সঙ্গে থাকা চার সরকারি কর্মচারীকে মারধর করে সেনাবাহিনী। তিনি বলেন, এতে তার সরকারি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাজিগণ্ড থানায় স্বেচ্ছায় আঘাত ও অন্যায়ভাবে বাধা প্রদানের জন্য রণবীর পেনাল কোড (RPC) বিভাগের অধীনে সেনাদের অভিযুক্ত করা হয়েছে।