Logo
Logo
×

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি হামলায় মার্কিন সহায়তা বন্ধের প্রস্তাবে ট্রাম্পের ভেটো

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:৪৪ পিএম

ইয়েমেনে সৌদি হামলায় মার্কিন সহায়তা বন্ধের প্রস্তাবে ট্রাম্পের ভেটো

ছবি: সংগৃহীত

ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় মার্কিন সহায়তা বন্ধে প্রেসিডেন্টকে নির্দেশনা দিয়ে কংগ্রেসে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটি তার দ্বিতীয় উদ্যোগ।

প্রস্তাবে ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন কংগ্রেসের দ্বিদলীয় আইনপ্রণেতারা। যুদ্ধসহায়তার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে এই ঐতিহাসিক উদ্যোগের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে নিজের ভেটো দেয়ার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।-খবর এএফপির

তিনি বলেন, এটি একেবারে অপ্রয়োজনীয় পদক্ষেপ। সাংবিধানিক কর্তৃপক্ষকে দুর্বল করতে এই ভয়াবহ উদ্যোগ নেয়া হয়েছে। এতে আজ কিংবা ভবিষ্যতে মার্কিন নাগরিক ও সেনা সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রেসিডেন্ট ডেভিড মিলিব্যান্ড বলেন, যুদ্ধনীতির পদক্ষেপে এই ভেটো বিশ্বের সবচেয়ে জঘন্য মানবিক সংকট অব্যাহত রাখতে ট্রাম্পের সবুজ সংকেত।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নৈতিকভাবে ভুল অবস্থায় রয়েছেন। এ ছাড়া কৌশলগতভাবে তিনি একগুঁয়ে।

ডেমোক্র্যাটদের যুক্তি হচ্ছে- কংগ্রেসের অনুমোদন ছাড়া ইয়েমেন যুদ্ধে অংশগ্রহণ অসাংবিধানিক।

এ ছাড়া সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে অনেক আইনপ্রণেতা অস্বস্তিতে রয়েছেন। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে নিন্দা প্রকাশ থেকে বিরত ছিলেন ট্রাম্প। এ নিয়েও কংগ্রেস সদস্যদের সমালোচনা সইতে হয়েছে তাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম