
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:০৬ এএম
মুসলিমবিদ্বেষী মন্তব্য, বিজেপি নেতার নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ০১:১৩ পিএম

ছবি: রয়টার্স
আরও পড়ুন
মুসলিমবিদ্বেষী মন্তব্যের জের ধরে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের বিরুদ্ধে তিন দিনের নির্বাচনী প্রচার নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
ক্ষমতামীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির সদস্য আদিথ্যনাথ চলতি মাসে নির্বাচন কমিশন হুশিয়ারি করে দিয়েছিল।
গত সপ্তাহে মুসলমানদের সবুজ ভাইরাসের সঙ্গে তুলনা করে আদিত্যনাথ বলেন, তারা গোট ভারতকে গ্রাস করে ফেলবে। তিনি বলেন, মুসলমানরা বিরোধীদের ভোট দেবেন।-খবর রয়টার্স ও এএফপির
জাতীয়তাবাদকে ভিত্তি করে নির্বাচনী প্রচার চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি। বিরোধী দলগুলোর বিরুদ্ধে বিজেপির অভিযোগ, তারা মুসলমানদের শান্ত রাখতে সন্ত্রাসীদের প্রতি নমনীয়।
ভারতের ১৩০ কোটি জনসংখ্যার ১৪ শতাংশ মুসলমান।
গত সপ্তাহে বিজেপির এমপি সাক্ষী মহারাজ নতুন করে বিতর্ক জন্ম দিয়েছেন। তিনি নিজেকে সাধু দাবি করে বলেন, যারা তার বিরোধীদের ভোট দেবেন, তাদের অভিশাপ দেয়া হবে।
গত বৃহস্পতিবার ভারতীয় লোকসভা নির্বাচন শুরু হয়েছে, যা চলছে আগামী ১৯ মে পর্যন্ত। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম গণতান্ত্রিক নির্বাচনে বিদ্বেষ প্রচার বন্ধে নির্বাচন কমিশনকে কঠোর অবস্থানে যেতে বলেছেন দেশটির সুপ্রিম কোর্ট।