Logo
Logo
×

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে ফেরত পেতে ২ মাস সময় যুক্তরাষ্ট্রের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ০৬:০১ এএম

অ্যাসাঞ্জকে ফেরত পেতে ২ মাস সময় যুক্তরাষ্ট্রের

জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার। ফাইল ছবি

লন্ডনে গ্রেফতার হওয়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ফেরত পেতে দুই মাসেরও কম সময় হাতে আছে যুক্তরাষ্ট্রের। 

তাকে হস্তান্তরের যৌক্তিকতা প্রমাণে যুক্তরাজ্যে একটি চূড়ান্ত ও বিস্তারিত ফৌজদারি মামলা করার জন্য মার্কিন কৌসুঁলিদের হাতে ২ মাসেরও কম সময় আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের জন্য যুক্তরাজ্যের কাছে আপাতত একটি গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছে।

তবে পরোয়ানা পাঠালেও অ্যাসাঞ্জকে ফেরত পেতে গত বৃহস্পতিবার থেকে ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে একটি আনুষ্ঠানিক অনুরোধ দাখিল করতে হবে।

এতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলে তার বিরুদ্ধে কি কি আইনি অভিযোগ আনা হবে সে বিষয়েও বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।

প্রসঙ্গত বৃহস্পতিবার লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাত বছর ধরে তিনি এ দূতাবাসে ছিলেন। অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক এবং কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন। 

গ্রেফতার এড়াতে ২০১২ সালে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম