Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদি পাচ্ছেন রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ০৫:৪৯ এএম

মোদি পাচ্ছেন রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

ভ্লাদিমির পুতিন-নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান।

রাশিয়া ও ভারতের মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্বের প্রচারের জন্য এ পুরস্কার পাচ্ছেন তিনি। 

রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কারটির পোশাকি নাম ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল'।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী মোদিকে এ পুরস্কার প্রদানের আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে ওই দেশের দূতাবাস। খবর এনডিটিভির।

রাশিয়ার দূতাবাসের একটি টুইটে বলা হয়েছে, ১২ এপ্রিল রাশিয়ার ও ভারতীয় জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং রাশিয়া ও ভারতের মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নের লক্ষ্যে ব্যতিক্রমী পরিষেবা দেয়ার জন্য নরেন্দ্র মোদিকে দ্য অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল প্রদান করে সম্মান জানানো হলো। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম