Logo
Logo
×

আন্তর্জাতিক

গৌতম গম্ভীরকে ব্লক মারলেন মেহবুবা মুফতি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ০৩:৪৯ পিএম

গৌতম গম্ভীরকে ব্লক মারলেন মেহবুবা মুফতি

গৌতম গম্ভীর ও মেহবুবা মুফতি। ছবি: যুগান্তর

সংবিধানের ৩৭০ নম্বর ধারা নিয়ে টুইটারে কথা কাটাকাটির জেরে সদ্য বিজেপিতে যোগ দেয়া ক্রিকেটার গৌতম গম্ভীরকে ব্লক করে দেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি।

এর পাল্টা প্রতিক্রিয়ায় মেহবুবা মুফতিকে 'ক্যালাস' বলে কটাক্ষ করেন গৌতম গম্ভীর।

ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির মতো জম্মু-কাশ্মীরের রাজনীতিকদের নির্বাচনে প্রার্থী হওয়া আটকাতে সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি মামলা করা হয়। 

এরই পরিপ্রেক্ষিতে টুইটারে মুফতি লেখেন- আদালতে সময় নষ্ট করছেন কেন? বিজেপি ৩৭০ ধারা বাতিল করে দিক। তার পর তো নিজে থেকেই আমাদের ভোটে দাঁড়ান বন্ধ হয়ে যাবে। কারণ তখন ভারতীয় সংবিধান তো আর জম্মু-কাশ্মীরের ওপর কার্যকর থাকবে না। হে ভারতবাসী না বুঝলে তুমি মুছে যাবে।' 

সোমবার মেহবুবার এ টুইটবার্তার জবাবে গম্ভীর লেখেন- 'এটা ভারত। আপনার মতো কোনো দাগ নয়, যা মুছে যাবে।' 

ঘণ্টা দশেক পর এই লেখার জবাবে মুফতি লেখেন- আশা করি আপনার রাজনৈতিক ইনিংস আপনার ক্রিকেট ক্যারিয়ারের মতো জঘন্য হবে না।

গম্ভীরের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও লেখেন, 'বেশিরভাগ মানুষই রাতে ঘুমান। কাশ্মীর নিয়ে আপনার জ্ঞান যা তাতে আপনারও সেটিই করা উচিত ছিল।' 

এর পরই টুইটারে গম্ভীরকে ব্লক করে দেন মেহবুবা। সে কথা টুইটারে লেখেনও তিনি। জবাবে মেহবুবাকে 'ক্যালাস' মহিলা বলে কটাক্ষ করেন এ ক্রিকেটার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম