Logo
Logo
×

আন্তর্জাতিক

পৃথিবীতে অবশিষ্ট রয়েছে ২টি সাদা গন্ডার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ০৩:৩৫ পিএম

পৃথিবীতে অবশিষ্ট রয়েছে ২টি সাদা গন্ডার

সাদা গন্ডার। ছবি: সংগৃহীত

চড়া দামে সিং বিক্রির জন্য উপর্যুপরি শিকার হচ্ছে। ফলে এ প্রাণীটি পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছে। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে নর্দার্ন হোয়াইট রাইনো বা সাদা গন্ডার৷

সাধারণত আফ্রিকার জঙ্গলেই দেখা যায় সাদা গন্ডার। কিন্তু সেখান থেকে উধাও হতে চলেছে এ প্রজাতির গন্ডার। বেঁচে আছে মাত্র দুটি৷ 

জানা গেছে, কেনিয়ার ওল পেজেটা অভয়ারণ্যে আর মাত্র তিনটি সাদা গন্ডার বেঁচে আছে। এর একটি মা নাজিন ও আরেকটি মেয়ে পাটু৷ সারাক্ষণ এই গন্ডারগুলোকে পাহারা দেন বন্দুকধারী রক্ষীরা, যাতে শিকারিরা ধারেকাছে পৌঁছাতে না পারে৷

গত কয়েক দশকে আফ্রিকার জঙ্গলে সবচেয়ে বেশি এই প্রজাতির গন্ডার শিকার হয়েছে৷

গন্ডার দুটিকে বাঁচিয়ে রাখতে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে অভয়ারণ্যের একটি জায়গা৷ অভিযোগ আছে- এর পরও শিকারিরা এদের মারার চেষ্টা করছেন৷

তবে বন্দুক হাতে ২৪ ঘণ্টা তিনটি গন্ডারকে পাহারা দেন রক্ষীরা৷ তারা জানিয়েছেন, গন্ডারদের সঙ্গে তাদের সখ্যও তৈরি হয়ে গেছে৷ দুটি গন্ডারকেই মাঝে মাঝে খাইয়ে দেন তারা৷

গন্ডারদের প্রতিবেশী হিসেবে ওই ঘেরা অঞ্চলে রয়েছে বেশ কিছু জিরাফ ও হরিণ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম