Logo
Logo
×

আন্তর্জাতিক

অভিযোগ থেকে মুক্তি পেল সেই ডিম বালক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:২৫ পিএম

অভিযোগ থেকে মুক্তি পেল সেই ডিম বালক

ছবি: সংগৃহীত

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্য করায় অস্ট্রেলীয় এক সিনেটরের মাথায় ডিমভাঙা সেই বালককে পুলিশের সন্দেহ থেকে মুক্তি দেয়া হয়েছে।-খবর ডেইলি সাবাহ’র

ওইলিয়াম কনোলি নামের ওই বালক গত ১৬ মার্চ একটি কনফারেন্সে সিনেটর ফ্রেসার অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে আলোড়ন তৈরি করেছিল। তখন ওই সিনেটরও তার মুখে বেশ কয়েকবার ঘুষিও মেরেছিলেন।

গত মাসে নিউজিল্যান্ডের দুটি মসজিদে এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ জঙ্গির এলোপাতাড়ি গুলিতে অর্ধশত মুসল্লি নিহত হন।

ওই হত্যাকাণ্ডের জন্য মুসলমানদেরই দায়ী করেছিলেন ফ্রেসার অ্যানিং। যেকারণে আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে।

ভিক্টোরিয়া পুলিশ জানায়, ডিমভাঙার ঘটনায় তদন্তের ভিডিও ফুটেজ পাওয়ার পর তারা কনোলির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়েরের ব্যাপারে জোর দিচ্ছেন না।

এক বিবৃতিতে পুলিশ জানায়, হ্যাম্পটন অঞ্চলের ১৭ বছর বয়সী ওই বালকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে একটি সতর্কতা জারি করা হয়েছিল। এখন অভিযোগ থেকে তিনি মুক্ত হয়েছেন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম