
প্রিন্ট: ০৬ এপ্রিল ২০২৫, ১১:২৬ পিএম
কাশ্মীরের মহাসড়কে সপ্তাহে ২ দিন বেসামরিক যান চলাচল নিষিদ্ধ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ০৭:৫৯ পিএম

ছবি: ডন অনলাইন
আরও পড়ুন
ভারতনিয়ন্ত্রীত কাশ্মীরের প্রধান মহাসড়কটিতে বেসামরিক যানবাহনের চলাচল সপ্তাহে দুই বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
সামরিক ও আধাসামরিক বাহিনীর গাড়ি বহর চলাচল নির্বিঘ্ন করতে এই বিধিনিষেধ বলে রোববার রাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে।
সড়কটিতে সেনা সদস্যরা টহল দিচ্ছে। আশপাশের বিভিন্ন সড়কের মোড়ে স্টিল ও রেজর তারের ব্যারিকেড বসানো হয়েছে।-খবর ডন অনলাইনের
গত সপ্তাহে ভারত সরকার কাশ্মীরে এ নির্দেশনা জারি করেছিল। আগামী মে মাসের শেষ পর্যন্ত রোব ও বুধবার ওই সড়কের দুইশ ৭০ কিলোমিটার পর্যন্ত কেবল সরকারি বাহিনীর যানবাহন চলাচল করবে।
গত ১৪ ফেব্রুয়ারি এক কাশ্মীরি তরুণের আত্মঘাতী বোমা হামলায় একটি আধাসামরিক বাহিনীর ৪০ জওয়ান নিহত হওয়ার জের ধরে এই নিষেধাজ্ঞা এসেছে।
হামলার পর থেকেই ওই সড়কে সামরিক যানবাহন চলার সময় বেসামরিক যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। দেশটির জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিচ্ছিন্নতাবাদীদের হামলা থেকে রেহাই পেতেই এমন উদ্যোগ নিয়েছে ভারতীয় সরকার।