ইতিহাস জেনেই গোলান মালভূমির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি: ট্রাম্প
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ০৫:১০ এএম
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ইতিহাস জেনেই গোলান মালভূমি ইসরাইলকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার লাসভেগাসে রিপাবলিকান ইহুদি জোটের একটি সমাবেশে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।
তিনি বলেন, আমি ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফাইডম্যান এবং জ্যারেড কুশনারসহ মধ্যপ্রাচ্যের শীর্ষ শান্তি উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেই গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের ঘোষণা দিয়েছি।
আমি তাদের বলেছিলাম, আমার সহকর্মীরা- আমাকে সাহায্য কর, আমাকে দ্রুত গোলান মালভূমির বিষয়ে জানাও। আমি এটি তাড়াতাড়ি চাই। আমি তাদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে অনেক কিছু পেয়েছি এবং এরই ভিত্তিতে আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম।
ট্রাম্প লাসভেগাসে জনতার সামনে হাসতে হাসতে এসব কথা বলেন।
প্রসঙ্গত গত ২৫ মার্চ গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে টুইটার বার্তায় ট্রাম্প বলেছিলেন, গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বে স্বীকৃতি দেয়ার সময় এটিই।
যুক্তরাষ্ট্র জেনেছে গোলান ইসরাইলের সার্বভৌম। আর এ কারণেই গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়া উচিত যুক্তরাষ্ট্রের।
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল এ জায়গাটি সিরিয়ার কাছ থেকে দখল করে নিয়েছিল।