Logo
Logo
×

আন্তর্জাতিক

‘পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভারতের জন্য সত্যিকার হুমকি’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯, ১২:৩৪ পিএম

‘পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভারতের জন্য সত্যিকার হুমকি’

ছবি: সংগৃহীত

পাকিস্তানে আটক হওয়ার পর শান্তি নিদর্শন হিসেবে মুক্তি পাওয়া ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমানের বাবা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সিমখুত্তি বর্তমান বলেছেন, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ও এএমআরএএএম ক্ষেপণাস্ত্র ভারতের জন্য সত্যিকারের হুমকি।-খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের

বুধবার মাদ্রাজের ভারতীয় ইনস্টিটিউট অব টেকনোলজিতে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ভারতীয় সেনাবাহিনীর সাবেক এ কর্মকর্তা বলেন, জইশ-ই-মোহাম্মদের প্রধান কার্যালয় বলে খ্যাত ভাওয়ালপুরের দিকে বিমানবাহিনীর সাতটি যুদ্ধবিমান উড্ডয়ন করেছিল। পাকিস্তান ভেবেছিল, আমরা ভাওয়ালপুরে হামলার পথে রয়েছি। কাজেই ভারতীয় যুদ্ধবিমানকে তারা ব্যস্ত রাখতে এফ-১৬ পাঠিয়েছিল পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তান খুবই সতর্ক ছিল। তারা জানত যে ভারতীয় হামলা আসছে। কিন্তু ভারতীয় বিমানবাহিনী তাদের লক্ষ্য অর্জনে সফল হয়নি।

‘কাজেই যখন আমরা বালাকোটের দিকে যাচ্ছিলাম, তখন নিশ্চিত হওয়া দরকার ছিল যে এফ-১৬ অন্যপথে রয়েছে।’

১৯৭১ সালের পর এই প্রথমবারের মতো বালাকোটে হামলার মধ্য দিয়ে পাকিস্তান সীমান্তে আঘাত হেনেছে ভারত।

তার মতে, লেজার নির্দেশিত স্মার্ট বোমা দিয়ে বালাকোটের বহু বিদ্রোহীকে হত্যা করা যেত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম