‘দোষী সাব্যস্ত হওয়ার আগেই হাতকড়া পরানো ইসলামবিরোধী’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯, ১১:৫১ এএম
ছবি: দ্য নিউজ ইন্টারন্যাশনাল
পাকিস্তানের দ্য কাউন্সিল অব ইসলামিক ইডিওলজি (সিআইআই) বলেছে, দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) যখন কোনো অভিযুক্ত ব্যক্তিকে হাতকড়া পরায়, তা কেবল দেশের আইনেই নয়, ইসলামী শরিয়ারও বিরোধী।-খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের
সিআইআই আরও বলেছে, দোষী সাব্যস্ত হওয়ার আগেই গণমাধ্যমে অভিযুক্ত ব্যক্তির মানহানি ইসলামের শিক্ষা ও মানুষের মর্যাদার বিরোধী।
বৃহস্পতিবার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান ড. কিবলা আয়াজ বলেন, এনএবির উচিত অভিযুক্ত ব্যক্তিকে হাতকড়া পরানো থেকে বিরত থাকা।
বৈঠকে সিআইআই পাকিস্তানের সাবেক বিচারপতি রেজা খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। তারা ইসলামিক আইনের আলোকে এনএবির অধ্যাদেশকে পরীক্ষা করে দেখবেন। এ ছাড়া ইসলামী আইনের বিরোধী এনএবির ধারাগুলো তারা পর্যবেক্ষণ করবেন।
সিআইআই চেয়ারম্যান বলেন, সংবিধানে বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে- ইসলামী আইনের বিরুদ্ধে যায়, পাকিস্তানে এমন কোনো আইন কার্যকর করা যাবে না।
‘এনএবির হাতকড়া পরানোর প্রবণতা বৃদ্ধি নিয়ে দ্য কাউন্সিল অব ইসলামিক ইডিওলজি একটি প্রস্তাব পাস করেছে।’
এ সময় দেশের আওরাত শোভাযাত্রা নিয়েও আপত্তি তুলেছেন ড. কিবলা। তিনি বলেন, নারী দিবস উপলক্ষের শোভাযাত্রার ব্যানারে এমন কিছু প্রদর্শন করা হয়েছে, যা ইসলামী সংস্কৃতির বিরোধী।