Logo
Logo
×

আন্তর্জাতিক

বালাকোটে নিহতের সংখ্যা জানালেন অভিনন্দনের বাবা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ০৫:১৬ এএম

বালাকোটে নিহতের সংখ্যা জানালেন অভিনন্দনের বাবা

অভিনন্দন বর্তমানের বাবা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলায় নিহত জঙ্গির সংখ্যা নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। 

এবার এই বিতর্কে মুখ খুললেন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হওয়া ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বাবা।

আইআইটি মাদ্রাজে শিক্ষার্থীদের সঙ্গে ডিফেন্স নিয়ে আলোচনায় ওই হামলার বিষয়ে কথা বলেন তিনি।

অভিনন্দনের বাবা সিমহাকুট্টি বর্তমান দাবি করেন, কাশ্মীর সীমান্ত পারের পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে অন্তত তিনটি জঙ্গি অবস্থানে হামলা চালিয়েছিল ভারতীয় বিমানবাহিনী। 

জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে বিমানবাহিনী লেজার স্মার্ট বোমা (স্পাইস-২০০০) ব্যবহার করেছিল। এতে কমপক্ষে ২৫০-৩০০ জঙ্গি মারা যেতে পারে। 

অভিনন্দনের বাবা আরও বলেন, কাশ্মীরের পুলওয়ামা হামলার পর ভারত এর জবাব দেবে পাকিস্তান তা জানত। আর এ কারণেই তারা সতর্ক ছিল। 

কিন্তু ভারত যে তাদের এলাকায় ঢুকে পড়বে, এটি কল্পনাতেও ভাবতে পারেনি তারা।

তিনি বলেন, জইশ ঘাঁটিতে একেবারে সর্বাধিক টার্গেটে আঘাত হানা হয়েছিল। স্ট্রাকচারাল ড্যামেজ কম হলেও শক্তিশালী বোমা সর্বাধিক টার্গেটকে খতম করতে পেরেছে।

অভিনন্দনের বাবা সিমহাকুট্টি নিজেও একজন এয়ার মার্শাল। বর্তমানে তিনি অবসরে আছেন। 

প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহত হন। এই হামলার বিপরীতে বালাকোটে জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম