‘কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের লড়াইয়ে পাশে থাকবে পাকিস্তান’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ০৪:৪৭ এএম
ছবি: এক্সপ্রেস ট্রিবিউন
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি বলেছেন, ১৪ ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর অধিকৃত কাশ্মীরে ভারতীয় আগ্রাসন অযৌক্তিক।
বুধবার ইসলামাবাদের এক অনুষ্ঠানে তিনি বলেন, অধিকৃত ভূমিতে বসবাস করা কাশ্মীরিরা ভারতীয় নৃশংসতা মেনে নেননি। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তাদের ন্যায়সঙ্গত লড়াইয়ে পাকিস্তান সবসময় সহায়তা করে যাবে।-খবর এক্সপ্রেস ট্রিবিউনের
সে ক্ষেত্রে জাতীয় ঐকমত্যে পৌঁছানো এখন সময়ের দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিরোধীদেরও আস্থায় আনতে পেরেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকার।
তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ শেষে প্রাদেশিক ও জাতীয় পরিষদের সংসদীয় নেতৃবৃন্দকে চিঠি দিয়ে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মধ্যে মতভেদ আছে। কিন্তু যখন পাকিস্তানের জাতীয় স্বার্থের প্রশ্ন তৈরি হয়, তখন আমরা সবাই ঐক্যবদ্ধ।
পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে আলাপের কথাও জানিয়েছেন শাহ মেহমুদ কোরাইশি। তিনি বলেন, তারা আমাদের বিরোধী দল। কিন্তু তাদের আলোচনার জন্য ডাকা হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় একটি ভারতীয় আধাসামরিক বাহিনীর ওপর এক কাশ্মীরি তরুণের আত্মঘাতী হামলায় ৪৪ জওয়ান নিহত হন। এতে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করে।