Logo
Logo
×

আন্তর্জাতিক

জেরুজালেম সব ধর্মের পৈতৃক সম্পত্তি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ০৮:০৫ এএম

জেরুজালেম সব ধর্মের পৈতৃক সম্পত্তি

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস বলেছেন, জেরুজালেম সব ধর্মেরই পৈতৃক সম্পত্তি। এর ওপর মুসলিম, খ্রিস্টান ও ইহুদি প্রত্যেকের সমান অধিকার।

সব বিশ্বাসের মানুষের জন্যই এর দ্বার উন্মুক্ত রাখতে হবে। প্রথমবারের মতো মরক্কো সফরে গিয়ে শনিবার জেরুজালেম সম্পর্কে এক ঘোষণায় এ কথা বলেন পোপ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার দু’বছরের মাথায় খ্রিস্টান ধর্মের শীর্ষ নেতার পক্ষ থেকে এ ঘোষণা এলো।

মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের আমন্ত্রণে রাজধানী রাবাত সফর করছেন পোপ ফ্রান্সিস। সেখানে ‘আন্তঃধর্মীয় সংলাপ’ নামে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সফরের প্রথমদিন শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তারা বলেন, ‘বিশ্বের সব মানুষের বিশেষ করে তিন একেশ্বরবাদী ধর্ম ইসলাম, খ্রিস্ট ও ইহুদি ধর্মের অনুসারীদের পৈতৃক সম্পত্তি জেরুজালেম।

ভ্যাটিকান প্রকাশিত অভিন্ন এক ঘোষণায় বলা হয়, ‘জেরুজালেমের বহু ধর্মীয় চরিত্র, আধ্যাত্মিকতার মাত্রা ও আলাদা সাংস্কৃতিক পরিচয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম