Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের পাঠানো রিপোর্টে পাকিস্তান বা মাসুদ আজহারের নাম নেই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০১৯, ০৯:৫১ পিএম

ভারতের পাঠানো রিপোর্টে পাকিস্তান বা মাসুদ আজহারের নাম নেই

পুলওয়ামা হামলার বিষয়ে পাকিস্তানকে পাঠানো ভারতের বিশেষ রিপোর্টে পাকিস্তান বা মাসুদ আজহারের নাম নেয় বলে দাবি করেছে পাকিস্তান।

সক্রিয় জঙ্গি ঘাঁটি রয়েছে, এমন ২২টি স্থান চিহ্নিত করে ইসলামাবাদকে পাঠানো ভারতের রিপোর্টটির ভিত্তিতে এ দাবি করেছে দেশটি।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ ফয়সাল বলেন,  পুলওয়ামা হামলার বিষয়ে ভারতের চিহ্নিত করা স্থানগুলো পাকিস্তান তদন্ত করেছে, এতে পাকিস্তান বা জইশে মোহাম্মদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নি।  
  

ডা. মোহাম্মদ ফয়সাল বলেন, ভারতের পাঠানো ওই রিপোর্টে ৯০ জনেরও বেশি মানুষের নাম রয়েছে।  কিন্তু ওই রিপোর্টে পুলওয়ামা হামলার সঙ্গে মাসুদ আজহারেরও কোনো সম্পৃক্ততা তারা প্রমাণ করতে পারেনি। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, ভারতের পাঠানো  ওই স্থানগুলি নিয়ে তারা তদন্ত করেছে।  তল্লাশি চালিয়েছে৷ সে সব জায়গায় কোনও জঙ্গি ঘাটি দেখা যায়নি৷ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম