Logo
Logo
×

আন্তর্জাতিক

‘আবারও ইতিহাস রচনা করেছেন ট্রাম্প’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০২:৩৮ পিএম

‘আবারও ইতিহাস রচনা করেছেন ট্রাম্প’

ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আনুষ্ঠানিকভাবে গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে আবারও ইতিহাস রচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইপ্যাকের এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন নেতানিয়াহু।

তিনি বলেন, গাজা উপত্যকার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইসরাইল।

নেতানিয়াহু বলেন, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী গাজায় বিমান হামলা চালিয়ে হামাসের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়েছে। 

তিনি বলেন, আমাদের জনগণ ও রাষ্ট্রকে রক্ষা করতে  আমরা প্রয়োজনীয় সবকিছুই করব।

এ সময় গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। 

প্রসঙ্গত গত সোমবার ওয়াশিংটনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প।

১৯৬৭ সালে আরবদের সঙ্গে ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল। সেই সময় ইহুদিবাদী বাহিনী ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজা উপত্যকারও নিয়ন্ত্রণ নেয়।

পরে ১৯৮১ সালে গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ড বলে ঘোষণা দেয়। কিন্তু আন্তর্জাতিক মহল কখনই ইসরাইলের এ দাবির স্বীকৃতি দেয়নি।

সর্বশেষ ২০১৮ সালের ১৬ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গোলান মালভূমির মালিকানা সংক্রান্ত এক ভোটাভুটি হয়।

সেখানে উপস্থিত ১৫৩ দেশের মধ্যে ১৫১ দেশ এ ভূখণ্ডের মালিকানা সিরিয়ার বলে স্বীকৃতি দেয়। শুধু আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম