যেভাবে উদ্ধার হলো ২৩৬ কোটি টাকা মূল্যের পিকাসোর চিত্রকর্ম
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ১২:৫২ পিএম
আর্থার ব্রান্ড ও সেই চিত্রকর্ম। ছবি: সংগৃহীত
১৯৯৯ সালে এক সৌদি শেখের ইয়োট থেকে চুরি হয়ে যায় পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম বুস্ট ডা ফাম। তারপর থেকেই কয়েক বছর ধরে এই ছবির জন্য ডাচ অপরাধ জগতে চলেছে পুলিশি খোঁজ।
এই পেইন্টিংটির মূল্য দাঁড়িয়েছে ২৫ মিলিয়ন ইউরো বা ২১ মিলিয়ন পাউন্ড (২৮ মিলিয়ন ডলার), যা বাংলাদেশি মুদ্রায় ২৩৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা।
আর্থার ব্রান্ড নামে এক ডাচ গোয়েন্দা খুঁজে বের করেছেন পিকাসোর এ শিল্পকর্মটি।
শেখ আবদুল মোহসেন আবদুল মালিক আল শেখ নামে একজন সৌদি ধনকুবেরের বিলাসবহুল ইয়োট থেকে এ শিল্পকর্মটি চুরি হয়ে যায়। সে সময় কোরাল আইল্যান্ডে জাহাজটির কিছু সংস্কারের কাজ চলছিল।
২০১৫ সাল থেকে আর্থার এই শিল্পকর্মটির খোঁজ শুরু করেন।
তিনি এটি খোঁজার জন্য সেই সব লোকের কাছে আবেদন করতে থাকেন, যেসব ব্যক্তি এই চিত্রকর্মটির সঠিক পরিচয় না জেনেই হয়তো কিনে থাকতে পারেন।
মার্চ মাসের শুরুর দিকে এসে তার কাছে এই আবেদনের সাড়া মেলে।
একজন ডাচ ব্যবসায়ীর দুই প্রতিনিধি আর্থার ব্রান্ডের সঙ্গে যোগাযোগ করেন। তারা দাবি করেন তাদের মক্কেলের কাছে ছবিটি আছে।
পরে গিয়ে দেখেন, তিনি যে ছবিটি খুঁজছেন সেটিই এটি। তবে ছবিটি আসল হলেও যে উপায়ে ওই লোক সেটি কিনেছিলেন, সেটি বৈধ ছিল না।
কারণ এই ছবিটি কখনও জালিয়াতির কাজে বা কখনও মাদক বেচাকেনার মূল্য হিসেবে ব্যবহার হয়েছে।
এ ছাড়া চার বছর আগে অস্ত্র কেনাবেচার চুক্তি হিসেবেও এটি ব্যবহারের তথ্য জানা যায়।
বিষয়টি বোঝার পর তারা একটি কালো ময়লা ব্যাগে জড়িয়ে সেই চিত্রকর্মটি ব্রান্ডের আমস্টারডামের ফ্ল্যাটে নিয়ে আসেন।
পোট্রেটটি খুঁজে পাওয়ার পর একরাত তিনি সেটি নিজের শোবার ঘরে টাঙিয়ে রেখেছিলেন আর ছবিটি খুঁতিয়ে দেখছিলেন, বলেন আর্থার ব্রান্ড।
বিখ্যাত এই চিত্রকর্মটি পাবলো পিকাসোর প্রেমিকা ডোরা মারের। তিনি একজন বিখ্যাত আলোকচিত্রী এবং শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। ১৯৩৬ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত পাবলো পিকাসোর সাথে তার সম্পর্ক ছিল।
১৯৩৮ সালে এই নারীর প্রতিকৃতি আঁকা হয়। পেইন্টিংটি পিকাসোর নিজের বাড়িতে ১৯৭৩ সাল অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত এই চিত্রকর্মটি ঝোলানো ছিল। সূত্র: বিবিসি।