ছবি: হিন্দুস্থান টাইমস
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের মর্টারের গোলায় ভারতীয় এক সেনা সদস্য নিহত হয়েছেন।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার রাজৌর জেলায় পাকিস্তানি সেনারা গোলা ছোড়লে ভারতীয় সেনা নিহত হন।
ভারতীয় কর্মকর্তারা বলেন, গত জানুয়ারি থেকে পাকিস্তানের সেনাবাহিনী শতাধিকবার নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে।
এদিকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে নিজেদের মধ্যে অন্তঃকোন্দলে তর্কবিতর্কের একপর্যায়ে ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক জওয়ান তার তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন।
এর পর নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে এনডিটিভি ও হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উদামপুরের ১৮৭ ব্যাটালিয়ন ক্যাম্পে কনস্টেবল অজিত কুমার নিজের রাইফেল দিয়ে তার তিন সহকর্মীকে গুলি করেন।
ভারতীয় কর্মকর্তারা বলেন, ঘটনাস্থলেই দেশটির সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের (সিআরপিএফ) তিন জওয়ান নিহত হন। এর পর অজিত নিজেকেই নিজে গুলি করলে আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা অজিত। নিহত জওয়ানরা হলেন- রাজস্থানের ঝুনঝুনু এলাকার পোখারমাল আর, দিল্লির যোগেন্দ্র শর্মা ও হরিয়ানার উমেদ সিং।