Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খান কতটা উদার তা প্রমাণ করুক: সুষমা

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০৯:০৪ এএম

ইমরান খান কতটা উদার তা প্রমাণ করুক: সুষমা

ইমরান খান কতটা উদার তা প্রমাণ করুক:সুষমা

কাশ্মীরের পুলওয়ামাসহ ভারতের ভূখণ্ডে একাধিক নাশকতার অভিযোগে জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে ফেরত পেতে মরিয়া ভারত সরকার। 

বুধবার নয়াদিল্লিতে ইমরানকে উদ্দেশ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাক প্রধানমন্ত্রী কত উদার, সেই কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। উনি যদি এতটাই উদার হন, তাহলে মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিক। এতেই বোঝা যাবে উনি আসলে কতটা উদার। 

এ সময় তিনি পাকিস্তানকে উদ্দেশ করে বলেন, সন্ত্রাসে মদদ দেওয়া ও শান্তি আলোচনা একসঙ্গে চলতে পারে না।

পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তির ঘোষণা করার পর থেকেই ইমরান খানকে ‘শান্তির দূত’ বলা হয়। 

পুলওয়ামা ঘটনার পরও তিনি দাবি করেছিলেন, ভারত প্রমাণ দিলেই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।

বালাকোটের জইশ ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর বোমাবর্ষণের পর পাক সেনার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সুষমা। 

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় বিমানবাহিনী জইশ ঘাঁটি ধ্বংস করতেই অভিযান চালিয়েছিল। কিন্তু আমাদের ওপর পাল্টা হামলা চালাল জইশ নয়, পাকিস্তানি সেনা। কেন তা আমরা বুঝতে পারছি না।

পাকিস্তানকে আক্রমণ করে সুষমা বলেন, আপনাদের দেশের মাটিতে জইশ শুধু ঘাঁটি গেড়েছে, এমনটা নয়। আপনারা জঙ্গিদের আর্থিক সাহায্য করেন। আক্রান্ত দেশ পাল্টা অভিযান চালালে জঙ্গিদের হয়ে আপনারাই তাদের ওপর হামলা চালান।

একই সঙ্গে পাক সেনা এবং পাক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) কবল থেকে পাকিস্তানকে মুক্ত করার জন্যও ইমরানকে পরামর্শ দেন তিনি।

পুলওয়ামার ঘটনা নিয়ে সুষমা বলেন, ওই সময় পৃথিবীর বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আমাকে ফোন করে সান্ত্বনা দিতেন। তারপরই তারা আমাকে নরম সুরে অনুরোধ করতেন খুব কড়া ব্যবস্থা না নেওয়ার জন্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম