Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট হবে সাত দফায়

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০৮:৫৫ এএম

ভারতে নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট হবে সাত দফায়

ভারতের নির্বাচন কমিশনার। ছবি: সংগৃহীত

ভারতে ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। মোট ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। ভোট শুরু হবে ১১ এপ্রিল থেকে। মোট সাতটি দফায় হবে ভোটগ্রহণ। ভোটগণনা হবে ২৩ মে। 

রোববার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এ তথ্য জানান।

বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে এ বছরের ৩ জুন। সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশে। 

এই ঘোষণার সঙ্গেই সারা দেশে চালু হয়ে যাচ্ছে নির্বাচনী আচরণবিধি। ফলে নতুন কোনো প্রকল্পের ঘোষণা করতে পারবে না কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম