Logo
Logo
×

আন্তর্জাতিক

আমাদের নতুন ধরনের রাজনীতি দরকার: অরুন্ধতী রায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ১১:৪৪ পিএম

আমাদের নতুন ধরনের রাজনীতি দরকার: অরুন্ধতী রায়

অরুন্ধতী রায়। ছবি: সংগৃহীত

আমাদের নতুন ধরনের রাজনীতির দরকার৷ শাসনের রাজনীতি নয়, প্রতিরোধের রাজনীতি, বিরোধীদের রাজনীতি৷ এমন রাজনীতি, যেখানে বিশ্বের প্রতিটি হাত একসঙ্গে হয়ে নিশ্চিত ধ্বংসের হাত থেকে সবাইকে রক্ষা করবে৷

লেখাটি বুকার পুরস্কার বিজয়ী ভারতীয় লেখক ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়ের একটি বিখ্যাত উক্তি। 

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে মাইডাস সেন্টারে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামের আলাপচারিতায় বুকার পুরস্কার বিজয়ী এ লেখক বলেন, এখন গণতন্ত্র মানেই নির্বাচন। উপমহাদেশে গণতন্ত্রের ধারাটি শুধুই নির্বাচনকেন্দ্রিক। যদিও শুধু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না।

অরুন্ধতী রায়ের বিখ্যাত কিছু উক্তি রয়েছে, যা সারাজীবন তাকে বাঁচিয়ে রাখবে। 

এগুলোর মধ্যে রয়েছে-

'কথা বলা এবং চুপ করে থাকা দুটোই রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ৷'

'সমস্যাটা তখন তৈরি হয়, যখন তুমি সেটা দেখে এড়িয়ে যেতে পারো না৷ আর যখন তুমি এটি দেখেও চুপ করে থাকো, কিছু বলো না, সেটা তোমাকে নির্দোষ প্রমাণ করে না৷ বরং তুমি যা দেখেছ, তার প্রতিবাদ না করাটা তোমাকে দায়ী করে৷'

'বিশ শতকে বেশিরভাগ গণহত্যার কারণ ছিল জাতীয়তাবাদ৷'

'যে কোনো উপায়েই হোক পরিবর্তন আসবে৷ সেটা রক্তপাতের মাধ্যমে আসতে পারে বা সুন্দর কোনো পথ ধরে৷ সেটা নির্ভর করছে আমাদের উপর৷'

গতকাল অনুষ্ঠানে শৈশবের স্মৃতিচারণে অরুন্ধতী বলেন, যতদূর মনে পড়ে, আমার লেখা প্রথম পূর্ণাঙ্গ বাক্য ছিল- ‘আই হেট মিস মিটেন’। যার অর্থ আমি ভুলকে ঘৃণা করি।  

ভারতের চলচ্চিত্র, সাহিত্য, চিত্রকলা, শিল্প-সাহিত্যসহ নানা অঙ্গনের মানুষকে নিয়ে আর্টিস্ট ইউনাইট নামের একটি প্লাটফর্ম নিয়ে কাজ করছেন অরুন্ধতী। 

এ ছাড়া আমেরিকার যুদ্ধনীতি, ভারতের কাশ্মীর-দলিত-গোরক্ষা-আদিবাসী সব জ্বলন্ত ইস্যুতে সবচেয়ে প্রতিবাদী কণ্ঠস্বর তার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম