Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতকে দেয়া বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ১২:২৬ পিএম

ভারতকে দেয়া বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে কোনো ধরনের শুল্ক ছাড়াই ভারতের ৫.৬ বিলিয়ন ডলারের পণ্য প্রবেশ করত।

ভারতকে দেয়া সেই বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। খবর এনডিটিভির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সিদ্ধান্ত জানিয়ে মার্কিন কংগ্রেসকে লেখা চিঠিতে বলেছেন, ‘ভারত এতদিন জেনারালাইসজড সিস্টেম অব প্রিফারেন্সের (জিএসপি) মধ্যে ছিল। এখন সেটি প্রত্যাহার করে নেয়া হচ্ছে।'

ট্রাম্প বলেছেন, ‘ভারত সরকার এবং জাতিসংঘের বিভিন্ন বিষয়কে পর্যবেক্ষণ করার পর আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমি বুঝতে পেরেছি, ভারত তাদের দেশের বাজারে ব্যবসার ক্ষেত্রে অন্যদের এ ধরনের সুবিধা দেবে না।
                          
ভারত গোটা বিশ্বে এই জিএসপি প্রোগ্রাম থেকে সবচেয়ে বেশি উপকৃত দেশগুলোর মধ্যে একটি। আর সেই সুবিধা প্রত্যাহার করা অবশ্যই দিল্লির  কাছে  একটি বড় ধাক্কা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম