Logo
Logo
×

আন্তর্জাতিক

ম্যানহোলে আটকেপড়া ইঁদুরকে বাঁচাল ৮ উদ্ধারকর্মী!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ১২:১৫ পিএম

ম্যানহোলে আটকেপড়া ইঁদুরকে বাঁচাল ৮ উদ্ধারকর্মী!

জার্মানির বেনশেম শহরে অতিরিক্ত মেদের কারণে ম্যানহোলের ঢাকনার মুখে থাকা ছিদ্রে আটকে যায় ইঁদুর।

স্যুয়ারেজ লাইনের ম্যানহোলে আটকে যাওয়া ওই ইঁদুরকে আট স্বেচ্ছাসেবক মিলে উদ্ধার করেছে। খবর দ্যা গার্ডিয়ানের।  

স্থানীয় ফায়ার সার্ভিস এবং রেইন নেকার ও অ্যানিমেল রেসকিউ নামে একটি সংগঠনের স্বেচ্ছাসেবক কর্মীরা ইঁদুরটিকে উদ্ধার করে।

উদ্ধারকারী দলের সদস্য মাইকেল সেহের স্থানীয় গণমাধ্যমকে বলেন, শরীরের অতিরিক্ত মেদের কারণে ম্যানহোলের ছিদ্র দিয়ে ইঁদুরটি আর বের হতে পারছিল না। ম্যানহোলের ভেতরেও যেতে পারছিল না।

২৫ মিনিট দীর্ঘ উদ্ধার অভিযানের পর অক্ষত অবস্থায় উদ্ধার করে ইঁদুরটিকে উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেয়া হয়।

এদিকে ইঁদুরটির এমন উদ্ধার অভিযান ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।  উদ্ধারকর্মীদের প্রশংসায় ভাসিয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন অনেক নেটিজেনই।

ফেসবুক ব্যবহারকারীরা লিখেছেন, উদ্ধার করার জন্য ধন্যবাদ। এই ছোট প্রাণীটিকে উদ্ধার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন ঘটনা আমাদের মুখে হাসি ফোটায় আর মানবতার প্রতি বিশ্বাস ও আস্থা বাড়িয়ে দেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম