Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীর সংকট, ভারত-পাকিস্তানে বিশেষ দূত পাঠাবে চীন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ০৪:৩৮ এএম

কাশ্মীর সংকট, ভারত-পাকিস্তানে বিশেষ দূত পাঠাবে চীন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি বলেন, উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানে একজন বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী চীন।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় একটি আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হওয়ার পর দুই দেশের উত্তেজনার মধ্যে চীন এমন সিদ্ধান্ত নিয়েছে।-খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তানের বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশনে কথা বলার সময় শাহ মেহমুদ কুরাইশি এমন তথ্য প্রকাশ করেছেন।

তিনি বলেন, চলমান আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনতে চীনা দূত দুই দেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেসকেও মধ্যস্থতার ভূমিকা রাখতে পাকিস্তান আহ্বান জানিয়েছে বলে কুরাইশি বলেন।

পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ। ভারতের অভিযোগ, ওই হামলায় পাকিস্তানের হাত রয়েছে। 

পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করলেও হামলার কঠোর জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইসলামাবাদ বলছে, ভারতের বিমান বাহিনী তাদের সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট শহরের বাইরে ওই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানায় পাকিস্তান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম