জম্মু ও কাশ্মীরে জামাত-ই-ইসলামকে নিষিদ্ধ ঘোষণা ভারতের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০১৯, ০২:২৪ পিএম
ভারতের জামাত-ই-ইসলামের জন্মু ও কাশ্মীর শাখার পতাকা। ছবি: সংগৃহীত।
জামায়াত-ই-ইসলামের জম্মু-কাশ্মীর শাখাকে নিষিদ্ধ করেছে ভারত সরকার।
গতকাল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠিকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে জামায়াত-ই-ইসলামের জম্মু-কাশ্মীর শাখার বিরুদ্ধে দেশবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
সেই পরিপ্রেক্ষিতে আগামী ৫ বছরের জন্য দলটির ওই শাখাকে নিষিদ্ধ ঘোষণা করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
ভারতের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন ১৯৬৭-এর আওতায় মোদি সরকার এ নিষেধাজ্ঞা জারি করে।
এ বিষয়ে বৈঠকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে জামায়াত-ই-ইসলামের নিবিড় সম্পর্ক রয়েছে। কাশ্মীরে জামায়াত-ই-ইসলামের ওই শাখাটি সন্ত্রাসবাদ এবং চরমপন্থা উসকে দিয়ে চলেছে।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সঙ্গে জামায়াত-ই-ইসলামের সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১৪ ফেব্রুয়ারি জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী বোমা হামলায় সিআরপিএফের ৪৪ সেনা নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পর দলটিকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
পুলাওয়ামা ঘটনার পর সংগঠনটির ১৫০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের জামায়াত-ই-ইসলামের বর্তমান আমির আবদুল হামিদ ফয়াজ।