Logo
Logo
×

আন্তর্জাতিক

জাতিসংঘে জইশ-ই-মোহাম্মদপ্রধানের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৩ পিএম

জাতিসংঘে জইশ-ই-মোহাম্মদপ্রধানের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব

জইশ-ই-মোহাম্মদপ্রধান মাসুদ আজহার। ছবি: সংগৃহীত

পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদপ্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপিত হয়েছে। 

চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ঘটনায় বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এ প্রস্তাব উত্থাপন করেছে। খবর এনডিটিভির। 

এ প্রস্তাব বিবেচনার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে তাদের ১০ কার্যদিবস সময় দেয়া হয়েছে। 

মাসুদ আজহারকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তার বৈশ্বিক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়া তার সব সম্পত্তি ও অস্ত্র বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে। 

এদিকে কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের ভূমিকাসংবলিত নথি পাকিস্তানকে সরবরাহ করেছে ভারত। 

হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীটির উপস্থিতি এবং জঙ্গি নেতা, সদস্য ও প্রশিক্ষকদের পাকিস্তানের সঙ্গে যোগসাজশের বিস্তারিত তথ্য দিয়েছে নয়াদিল্লি। 

বুধবার ভারতে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ হায়দার শাহকে ডেকে পাঠায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তার হাতেই তুলে দেয়া হয় পুলওয়ামা হামলার নথি। 

চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানদের একটি গাড়িবহরের ওপর আত্মঘাতী হামলা হয়। ভয়াবহ এ হামলায় বাহিনীর ৪৪ সদস্য নিহত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম