Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে হামলার সময় ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তার আত্মহত্যা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৫ এএম

পাকিস্তানে হামলার সময় ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার অরভিন্দ সিং আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার সকালে প্রায়াগরাজে বিমান বাহিনীর আবাসিক এলাকায় নিজের সরকারি বাসভবনে একটি ডাবল ব্যারেল বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মহনন করেন তিনি। নিউজ ন্যাশনের খবরে এমন তথ্য জানা গেছে।

তিনি সেন্ট্রাল এয়ারফোর্স কমান্ডের গণসংযোগ কর্মকর্তা ছিলেন। অরভিন্দ নিজের ঘাড়ে গুলি করে মৃত্যুর পথ বেছে নেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, তার কারণ জানা সম্ভব হয়নি।

তবে পারিবারিক কারণে তিনি আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে। এখন পর্যন্ত তার কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

তবে প্রাথমিক তদন্তে তার স্ত্রী পুজা বলেছেন, কর্মস্থলের কারণে অরভিন্দ মানসিক চাপে ছিলেন।

এমন একটা সময়ে তিনি আত্মহত্যা করেছেন যখন ভারতের বিমান বাহিনী কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ লেখা লঙ্ঘন করে পাকিস্তানের অংশে বোমা হামলা চালানোর দাবি করেছে। যদিও পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম