Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবার পার্টি ছাড়লেন ৭ এমপি

Icon

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৫ পিএম

লেবার পার্টি ছাড়লেন ৭ এমপি

লেবার পার্টি ছাড়লেন ৭ এমপি। ছবি: সংগৃহীত

লেবার পার্টিতে ভাঙন ধরেছে।  ইতিমধ্যে দলটি থেকে জেরেমি করবিনের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে দল ত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সাত সদস্য। খবর বিবিসি

সোমবার স্থানীয় সময় সকালে এক সংবাদ সম্মেলনে পদতদ্যাগের ঘোষণা দেন তারা।   এতে বলেন, এখন থেকে স্বতন্ত্র এমপিদের নতুন একটি দল হিসেবে তারা পার্লামেন্টে বসবেন।

দল ত্যাগ করা এমপিরা হলেন, চুকা উমুনা, লুইসিয়ানা বার্জার, ক্রিস লেসলি, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গেইপস, গ্যাভিন শুকার এবং আন কফি।

এক প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিট প্রশ্নে করবিনের সঙ্গে একমত নন পদত্যাগী লেবার এমপিরা।  এছাড়া দলের বর্তমান নেতৃত্বের প্রতি ইহুদি বিদ্বেষের অভিযোগ এনেছেন তারা।

এদিকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লুইসিয়ানা বার্জার বলেন, লেবার পার্টি সাংগঠনিকভাবে ‘ইহুদী বিদ্বেষী’ দলে পরিণত হয়েছে এবং এ দলে থাকতে তিনি ‘লজ্জা পাচ্ছেন’।

তাদের পদত্যাগের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে লেবার নেতা করবিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, দলের যে নীতি ২০১৭ সালের নির্বাচনে লাখো মানুষের মধ্যে প্রেরণা জাগালো, সেই নীতির জন্য কাজ করে যেতে তারা ব্যর্থ হলেন।

সাত এমপির পদত্যাগের ঘটনায় ৩৮ বছরের মধ্যে প্রথমবার ভাঙনের কবলে পড়ল ব্রিটিশ লেবার পার্টি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম