Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে: ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১১ পিএম

পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে: ইরান

ইরানের রেভ্যুলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি।ছবি: সংগৃহীত

ইরানের বিশেষায়িত বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডের সেনাদের ওপর হামলাকে ইস্যু করে পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক অবনতি হওয়ার আশংকা তৈরি হয়েছে।
হামলাকারী ওই সন্ত্রাসীদের পাকিস্তান আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন ওই বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি।

এজন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি।  

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল আলি জাফারি বলেন, পাকিস্তান ইরানের বিপ্লব বিরোধী ও ইসলামের শত্রুদের রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দেয়।  খবর বিবিসি উর্দুর।

ইরান রেভ্যুলিউশনারি গার্ডের প্রধান বলেন, পাকিস্তান যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তাহলে আন্তর্জাতিকভাবে এ ঘটনার দোষীদের শায়েস্তা করার অধিকার ইরানের রয়েছে।  ইরান এ ব্যাপারে কোনো ছাড় দিবে না।

পাকিস্তানের নিরাপদ আস্তানা থেকে জইশ-আল আদির জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলেও জানান তিনি।  
 
 মেজর জেনারেল আলি জাফারি এ হামলার ঘটনায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও অভিযোগ করেন।

ইরানি সেনাদের ওপর হামলাকারীদের সৌদি আরব ও আমিরাত সহযোগিতা করছে দাবি করে জাফারি বলেছেন, এই দুই দেশকেও প্রতিশোধমূলক অভিযানের মুখোমুখি হতে হবে। সৌদি ও আমিরাতের কুচক্রী সরকারের জানা উচিত ইরানের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। ইসলামবিরোধী অপরাধীদের গোপনে সহযোগিতাকে মেনে নেবে না। আমাদের শহীদের রক্তের বদলা নেওয়া হবে।  এই বিষয়ে আমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ করব।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঞ্চলিক এই প্রতিদ্বন্দ্বীরাও প্রতিশোধমূলক হামলার শিকার হতে পারেন।

টেলিভিশনে প্রচারিত ভাষণে মেজর জেনারেল আরও বলেন, শুধু গত বছরেই ছয় থেকে সাতটি হামলার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। কিন্তু এরপরও তারা বুধবার হামলা চালাতে সক্ষম হয়।

ইরান রেভ্যুলিউশনারি গার্ডের প্রধান বলেন, পাকিস্তান যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তাহলে আন্তর্জাতিকভাবে এ ঘটনার দোষীদের শায়েস্তা করার অধিকার ইরানের রয়েছে।  ইরান এ ব্যাপারে কোনো ছাড় দিবে না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম