Logo
Logo
×

আন্তর্জাতিক

গোলাপ না কেনায় স্ত্রীর কানমলা খেলেন সাবেক প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৫ পিএম

গোলাপ না কেনায় স্ত্রীর কানমলা খেলেন সাবেক প্রধানমন্ত্রী

শেরিং তোবগের কান মলছেন তার স্ত্রী। ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে গোলাপ কিনতে ভুলে যাওয়ায় স্ত্রীর কানমলা খেলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে। 

ভালোবাসা দিবসে নিজের টুইটার অ্যাকাউন্টে এমন একটি ছবি পোস্ট করেছেন তোবগে। ছবিতে ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে গাড়ি চালাতে। 

আর গাড়ির পেছনের আসনে বসে আছেন তার স্ত্রী তাশি দলমা। আর পিছনের সিটে বসে সেখান থেকেই তোবগের কান মলে দিচ্ছেন স্ত্রী।

তবে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই প্রশ্ন করেন কানমলার কারণ কি? কি অপরাধ ভূটানের সাবেক প্রধানমন্ত্রীর? 

তোবগে জানান, ভ্যালেন্টাইন ডে-তে স্ত্রীর জন্য গোলাপ কিনতে ভুলে গিয়েছিলেন। সে জন্যই এই অবস্থা হয়েছে তার। 

নিজের অভিজ্ঞতা থেকে তিনি সাবধান করে বলেছেন, ‘জীবনের বিশেষ দিনে গোলাপ না কিনে ভুলেও বাড়ি যেও না।’

৫৩ বছর বয়সী তোবগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম