Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার কার রেসিংয়ে অংশ নিলেন সৌদি নারী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫০ পিএম

এবার কার রেসিংয়ে অংশ নিলেন সৌদি নারী

কার রেসার সৌদি নারী রীমা আল জুফালি। ছবি: সংগৃহীত

গত বছরের মাঝামাঝি সময়ে গাড়ি চালাতে সৌদি নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল দেশটির সরকার।

গত বছরের ২৪ জুন থেকে সৌদি নারীরা রাজপথে গাড়ি চালাতে পারবেন বলে ঘোষণা দেন  তারা।

এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ একটি রাজকীয় ডিক্রি জারি করে ইসলামিক আইন অনুসারে নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন।

নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর থেকেই গাড়ি চালানোয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সেই লক্ষ্যে একই মাসে রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরে ১০ নারী তাদের আন্তর্জাতিক লাইসেন্সের সঙ্গে সৌদি লাইসেন্সের অদলবদল করেন।

তবে সম্প্রতি সৌদির এক নারী রেসিং কারের স্টিয়ারিং হাতে নিলেন।

রেসিং কার চালিয়ে রীতিমতো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন রিমা আল জুফালি নামে ওই নারী।

গত বছরের জুন মাসে ১০ নারীর লাইসেন্স প্রাপ্তদের মধ্যে তিনিও ছিলেন।
জানা গেছে, ফর্মুলা কার রেসিং স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন রিমা। কলেজে পড়ার সময় ফর্মুলা ওয়ানের প্রতি ঝোঁক ওঠে তার।

অপেক্ষাটা শুধু ছিল রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার দিকে।

সৌদি নারী হয়ে গাড়ির রেসে নিজের নাম লেখাতে কম কাঠখড় পোড়াতে হয়নি রিমাকে।

রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে চার বছর ধরে পরিবারকে বুঝিয়ে অবশেষে রাজি করেন জেদ্দার অধিবাসী রিমা।

এ বিষয়ে আরবীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, প্রথমে তার ইচ্ছার বিরোধিতা পরিবারসহ অনেকেই করেছেন। তবে এখন ১০ গুণ মানুষকে তিনি তার সমর্থনে পাশে পাচ্ছেন।

গেল অক্টোবরেই প্রথম রেসে অংশ নেন রিমা। সেরি ছিল জিটি ৮৬ কার দিয়ে।

গত ডিসেম্বরে একটি রেস জিতেছেন এই সৌদি নারী রেসার।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম