ট্রাম্পকে ‘ইডিয়ট’ বললেন হাসান রুহানি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৮ এএম
ছবি: গার্ডিয়ান
ইরানের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইডিয়ট’ বলে আখ্যায়িত করেন তিনি।
দেশটির ইসলামি বিপ্লবের চল্লিশ বছরপূর্তিতে সোমবার বিশাল জনসমুদ্রের সামনে তিনি এসব কথা বলেন।-খবর গার্ডিয়ানের।
এদিন রাজধানী তেহরানে সেনাসহ হাজার হাজার ইরানি, শিক্ষার্থী, ধর্মীয় নেতা, চাদরে শরীর ঢাকা নারীরা শিশুদের কোলে নিয়ে মিছিল করেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা গেছে, বাদলা আবহাওয়ার মধ্যে ইরানি পতাকা বহনকারী লোকজন ‘ইসরাইল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক’ বলে স্লোগান দিচ্ছিলেন। তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনির ছবি বহন করছিলেন ও মার্কিন পতাকা পোড়াচ্ছিলেন।
টাইমসের খবরে বলা হয়েছে, স্লোগানকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের মৃত্যু চেয়েও শ্লোগান দিচ্ছিলেন।
এ সময় তেহরানের আজাদি চত্বরে হাসান রুহানি বলেন, ইরানের সড়কজুড়ে এই জনসমুদ্রের উপস্থিতি বলে দিচ্ছে শত্রুরা কখনোই তাদের খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না।
রুহানির বক্তব্যের আগে একটি প্রস্তাবনা পাঠ করা হয়। যাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি প্রশ্নাতীত আনুগত্যের কথা জানানো হয়েছে।