Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের আইএস শতভাগ নির্মূলের ঘোষণা আসছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৫ পিএম

ট্রাম্পের আইএস শতভাগ নির্মূলের ঘোষণা আসছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী সপ্তাহের যে কোনো সময় ঘোষণা দেব যে, আমরা ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর ১০০ শতাংশ দখল করে নিয়েছি।’

তিনি দাবি করেন, ‘ইরাক ও সিরিয়ার ওই এলাকাগুলোর দখল থেকে আইএসকে ইতিমধ্যে নির্মূল করা হয়েছে। তাদের খিলাফত ধ্বংস করে দেয়া হয়েছে।’

গতকাল (বুধবার) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আইএস নির্মূলে গঠিত বহুজাতিক জোটের শরিকদের এক সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।

ওই সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ‘আইএস একসময় আমাদের চেয়েও বেশি বুদ্ধিমত্তায় ইন্টারনেট ব্যবহার করে তাদের সংগঠিত করেছে।’

তবে এখন আর সেটি করতে পারছে না বলে মন্তব্য করেন ট্রাম্প।

আইএসের মানচিত্র দিন দিন ছোট হয়ে আসছে জানিয়ে ট্রাম্প জানান, তাদের ক্ষুদ্র একটি অংশ এখনও টিকে আছে এবং যে কোনো সময় তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।


এ সময় আইএসবিরোধী বহুজাতিক জোটের শরিকদের ধন্যবাদ জানান ট্রাম্প।

উল্লেখ্য, এর আগেও আইএস ‘পরাজিত হয়েছে’ বলে ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

গেল বছরের ডিসেম্বরে ইরাক থেকে মার্কিন সেনাদের এক মাসের মধ্যে ফিরিয়ে আনার কথা বলেছিলেন ট্রাম্প।  

তবে সে বার্তার পর নিজের দল এবং মিত্র দেশগুলোর সমালোচনার মুখে সেনা প্রত্যাহারের বিষয়টি বিলম্বিত করার সিদ্ধান্ত নেন ট্রাম্প।

প্রসঙ্গত ২০১৩ সালের পর সিরিয়া ও ইরাকের বিরাট অংশ দখলে নিয়ে ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস।

২০১৪ সালে এ জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হয় বহুজাতিক জোট।

বর্তমানে প্রায় ৮০ দেশ এ জোটে যুক্ত হয়ে আইএসের বিরুদ্ধে লড়ছে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম