কিছু বিশপের যৌন নির্যাতনের শিকার হন সন্ন্যাসিনীরা: পোপ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪০ পিএম
পোপ ফ্রান্সিস। ফাইল ছবি
খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, এমন কিছু বিশপ রয়েছেন, যাদের যৌন নির্যাতনের শিকার হন সন্ন্যাসিনীরা। আমার মনে হয় এ ধরনের ঘটনা এখনও ঘটছে।
গত সপ্তাহে ভ্যাটিকান থেকে প্রকাশিত নারীবিষয়ক পত্রিকা ‘ওমেন চার্চ ওয়ার্ল্ড’ এ সংক্রান্ত অভিযোগ তোলা হয়। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওই পত্রিকায় বলা হয়, গত বছর কেরালার ক্যাথলিক চার্চের এক বিশপের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতিতা দাবি করেন, তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। এর পর তাকে গর্ভপাতের জন্যও চাপ দেয়া হয়। আর এর পরই সামনে আসে এ বিষয়টি।
এসব বিষয়ে পোপ বলেন, আমার মনে হয় এ ধরনের ঘটনা এখনও ঘটছে। এসব যাতে বন্ধ করা যায় তার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। নারীদের সুরক্ষা দিতে আমরা বদ্ধপরিকর।
ওমেন চার্চ ওয়ার্ল্ড নামক ওই পত্রিকায় বলা হয়, এসব ঘটনার বেশিরভাগই চেপে যান ভুক্তভোগী। কখনও বা চুপ থাকতে বাধ্য হন।