ইরানের ইসলামি বিপ্লবের বার্ষিকীতে হামলায় নিহত ১, আহত ৫
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৪ এএম
ছবি: আল-জাজিরা
দক্ষিণপূর্বাঞ্চলীয় ইরানের একটি আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে আল-জাজিরা এ খবর দিয়েছে।
শনিবার ইরান যখন ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপনে ব্যস্ত তখন এ হামলার ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বিষয়ক প্রাদেশিক উপ গভর্নর মোহাম্মদ হাদি মারাশি বলেন, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বাসিজ বাহিনীর একটি ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর সংশ্লিষ্ট একটি আধা সামরিক বাহিনী হচ্ছে বাসিজ।
মারাশি বলেন, নিক শাহর শহরে আধা সামরিক বাহিনী বাসিজের একটি ঘাঁটি হামলার শিকার হয়েছে।
আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সশস্ত্র সুন্নি গোষ্ঠী জইশ আল-আদল হামলার দায় স্বীকার করেছে।
নিক শাহরের সরকারি কৌঁসুলি মোহসেন গুল মোহাম্মদি বলেন, নিহত সেনাকে শনাক্ত করা হয়েছে। তার নাম মোরতাজা আলি আহমাদি।
তিনি বলেন, এলোপাতাড়ি গুলি করার আগে দুই হামলাকারী সামরিক ঘাঁটির দেয়াল বেয়ে ওপরে ওঠেন। হামলা চালিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।