Logo
Logo
×

আন্তর্জাতিক

জরুরি অবস্থা জারির ‘সূবর্ণ সুযোগ’ এসেছে: ট্রাম্প

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২১ পিএম

জরুরি অবস্থা জারির ‘সূবর্ণ সুযোগ’ এসেছে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ নিয়ে ডেমোক্রেটদের অসহযোগিতায় জরুরি অবস্থা জারির ‘ভালো সুযোগ’ এসেছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের। 

ট্রাম্প বলেন, তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন, কেননা কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা দেয়ালের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের চুক্তিতে অসহযোগিতা করছে। 

তাদের কারণে আমরা ভালো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। মনে হয় আমাদের জরুরি অবস্থা জারির সুযোগ তৈরি হয়েছে। 

এছাড়া সীমান্তে দেয়াল নির্মাণে ডেমোক্রেটরা ভয়াবহ বাধা দিচ্ছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

দেয়ালের জন্য কোনো বরাদ্দ যাচ্ছে না- বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির এ মন্তব্যের পরই ট্রাম্প ‘সর্বশেষ উপায় বেছে নেয়ার পথে’ হাঁটার ইঙ্গিত দিয়েছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম